ঝিনাইগাতীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪ শেরপুরের ঝিনাইগাতীতে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক। ডপস প্রতিষ্ঠাতা শাহিন মিয়া বিএসপি’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দুর আলী, শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান, ডপস সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:), সহকারী শিক্ষক হারুন অর রশিদ, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, কবি ও সাহিত্যিক হাসান শরাফত প্রমুখ। ওইসময় ডপসের সদস্য উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সংগঠনের পক্ষ থেকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার পর উত্তীর্ণ শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন শেষে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে ডপসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ ও বাছাইয়ের মাধ্যমে শেরপুর সদরে ৮০ জন, শ্রীবরদীতে ৬৭ জন, ঝিনাইগাতীতে ৬০ জন, নকলায় ৫০ জন ও নালিতাবাড়িতে ৬০ জন নির্বাচিত শিক্ষার্থীদের এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। Related posts:শেরপুরে পুলিশের নবনির্মিত ‘সম্মেলন কক্ষ’ উদ্বোধন করলেন ময়মনসিংহের ডিআইজিনকলায় নিজ বাড়ি থেকে শ্রমিকের লাশ উদ্ধারশেরপুরে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত Post Views: ১৮৮ SHARES শেরপুর বিষয়: