ঝিনাইগাতীতে ৮০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৮০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ৮ সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার পশ্চিম গজারীকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার হলদিগ্রাম এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিন (২১) ও ফাকরাবাদ এলাকার মৃত কদম আলীর ছেলে মো. আমির হোসেন (২৫)। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার পশ্চিম গজারীকুড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮০ বোতল মদসহ জামাল ও আমির হোসেনকে গ্রেফতার করা হয়। একইসাথে মদ বহনকারী একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়। র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে। Related posts:শ্রীবরদীতে নির্যাতনে নিহত গৃহকর্মীর বাড়িতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমনকলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ গ্রেফতারঝিনাইগাতীতে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান Post Views: ১৯৬ SHARES শেরপুর বিষয়: