নালিতাবাড়ীতে ৩ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করল ইসলামী ছাত্রশিবির অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে স্কুল, কলেজ ও মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র-শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য ড. শহিদুল্লাহ শরিফ, সাবেক কার্যকরী সদস্য ডা. গোলাম মোরশেদ, জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, পৌর আমির দ্বীন মোহাম্মদ, মাওলানা আব্দুল্লাহ বাদশা, সুলতান আহামেদ, আবু সিনা মোহাম্মদ জুবায়ের, আব্দুল মোমেন ও আমিরুল রসুল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রদের পড়াশোনার বাইরে ও অন্যান্য জ্ঞান অর্জনের বহু সুযোগ রয়েছে। তাদের মেধা যাচাই এবং প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা তৈরির জন্য আমরা ছাত্রদের নিয়ে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। এ ছাড়াও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বইয়ের বাইরের অন্যান্য জ্ঞান অর্জনের জন্য আগ্রহী হবে। অনুষ্ঠানে তিনজন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম বিজয়ীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীকে একটি বাইসাইকেল ও তৃতীয় বিজয়ীকে একটি মোবাইল ফোনসেট উপহার দেওয়া হয়। প্রথম বিজয়ী হলেন নন্নী আলিম মাদ্রাসার ছাত্র আসিফ হোসেন, দ্বিতীয় বিজয়ী হলেন তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার ছাত্র নাঈম হোসেন এবং তৃতীয় বিজয়ী হলেন নন্নী আলিম মাদ্রাসার ছাত্র মেহেদী হাসান মারুফ। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উদ্বোধনশেরপুরের নালিতাবাড়ীতে লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিতশেরপুরে জনসচেতনতায় শহরে হাইকিং Post Views: ১৭৯ SHARES শেরপুর বিষয়: