পাকিস্তানে ভূমিকম্প, সঙ্গে কাঁপল দিল্লিও অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪ পাকিস্তানের কারোর অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁপে ওঠে ইসলামাবাদ, লাহোরসহ দেশটির কয়েকটি শহর। সেই সঙ্গে কেঁপে ওঠে উত্তর ভারতের কয়েকটি অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল পাকিস্তানে হলেও কম্পন অনুভূত হয়েছে ভারতের দিল্লি ও পাঞ্জাবসহ উত্তর ভারতের কয়েকটি অঞ্চলে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। Related posts:সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গেলেও যাননি প্রধানমন্ত্রীআফগানিস্তানে আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলাগাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত, বললেন বাইডেন Post Views: ১৪৪ SHARES আন্তর্জাতিক বিষয়: