বায়তুল মোকাররমের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে সরকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪ জুমার নামাজের ইমামতি নিয়ে বায়তুল মোকাররম মসজিদে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অন্তবর্তীকালীন সরকার। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে অন্তবর্তীকালীন সরকার বদ্ধপরিকর। Related posts:২ জুন থেকে ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণাভোগ্যপণ্য নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীরতিন দফা দাবিতে সোহেল তাজের কর্মসূচি ঘোষণা Post Views: ১২৪ SHARES জাতীয় বিষয়: