শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের যোগদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪ শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। ৬ সেপ্টেম্বর তিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণের পূর্বে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময় শেরপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে ‘গার্ড অফ অনার’ প্রদান করে। পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। অতঃপর তিনি শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম-সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিতনকলায় হোম কোয়ারেন্টাইন না মানায় ভারত ফেরত একব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানাশেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা Post Views: ১৭২ SHARES শেরপুর বিষয়: