শেরপুরের সব থানার ওসিকে একযোগে বদলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪ শেরপুরের পাঁচ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে হাইওয়ে পুলিশ, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়াকে সিআইডি, ঝিনাইগাতী থানার ওসি বশির আহামেদ বাদলকে সিআইডি, শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীকে সিআইডি ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভূইয়াকে সিআইডি পুলিশে বদলি করা হয়েছে। শেরপুরের পাঁচটি থানার ওসিদের গত নির্বাচনের আগে এক থানা থেকে অন্য থানায় পরিবর্তন করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক আহত হন। এরপর গত ১০ সেপ্টেম্বর সেখানে নতুন ওসি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম যোগদান করেন। Related posts:বিএনপির অবরোধ কর্মসূচি: আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নকলায় জনজীবন স্বাভাবিকশেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতশেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র-নাগরিক মতবিনিময় অনুষ্ঠিত Post Views: ৪৩৩ SHARES শেরপুর বিষয়: