শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪ শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি বদলির আদেশ প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। ওইসময় নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তাকে মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করেন। তিনি দক্ষ পেশাদার কর্মকর্তা হিসেবে জেলায় যেভাবে দ্রুতি ছড়িয়েছেন সেরূপ তাঁর পরবর্তী কর্মস্থলে অব্যাহত রেখে দেশের সার্বিক কল্যাণে কাজ আহ্বান জানিয়ে তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহকারী পুলিশ সুপার ( নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই-১, ওসি ডিবিসহ জেলা পুলিশের অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যুনালিতাবাড়ীতে মাদককাণ্ডে ছাত্রদল নেতাকে অব্যাহতিযুবলীগ সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করছে- যুবলীগ চেয়ারম্যান Post Views: ১৮৭ SHARES শেরপুর বিষয়: