শেরপুরে দারুস সালাম ট্রাস্টের আয়োজনে সিরাত মাহফিল অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪ শেরপুর দারুস সালাম ট্রাস্টের আয়োজনে এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় শেরপুর জেলা শহরের পৌর পার্কে শেরপুর সদর খানকায়ে সিদ্দীকিয়া যোগিনীমুরা পীর সাহেব হযরত মাওলানা আবু রাশেদ মুহাম্মদ বাকের এর সভাপতিত্বে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সিরে কোরআন মাওলানা আব্দুল্লাহ আল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার সহ-সভাপতি আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী। মাহফিলটি বাদ আছর থেকে শুরু হয়েছে মধ্যরাত পযর্ন্ত চলে। প্রথম পর্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিশ যুব বিভাগ শেরপুর শাখার মুফতি হাফিজুর রহমান, হেফাজত ইসলাম শেরপুর শাখার হাফেজ মাহবুবুর রহমান মেজবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদ, জামিয়া ফারুকিয়া দারুচ্ছালাম মাদ্রাসার নায়েব মাওলানা আব্দুস সাত্তার, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সায়খুল হাদিস মাওলানা ছফির উদ্দিন, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা ফজলুল করিম, ইসলামী ঐক্য জোট শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ, নকলা বড় মসজিদ খতিব ডাঃ সাইদুল ইসলাম আকন্দ প্রমুখ। Related posts:উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে ঝিনাইগাতীতে বর্ণাঢ্য র্যালীশেরপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতির মানববন্ধনশ্রীবরদী থানায় কামিনী চত্বর শুভ উদ্বোধন করেলন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী Post Views: ২০৮ SHARES শেরপুর বিষয়: