শেরপুরে সাংবাদিকদের সাথে ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি’র মতবিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪ শেরপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান মতবিনিময় করেছেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে ওই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় ডিআইজি আশরাফুর রহমান বলেন, ইতিপূর্বে পুলিশকে দলীয় সংগঠনের পরিণত করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আজ ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গণঅভ্যুত্থানে ফ্যাসিজিয়মের ধারক বাহক এর পতন হয়েছে। তিনি আরও বলেন, আমরা এখন একটি রক্তের পাটাতনের উপর দাঁড়িয়ে আছি। আমাদের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কাকন রেজা, আদিল মাহমুদ উজ্জ্বল, রফিক মজিদ,আবুল হাশিম, মারুফুর রহমান ফকির, ইমরান হাসান রাব্বি, সুলতান আহমেদ ময়না প্রমূখ। এ সময় শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিতনালিতাবাড়ীতে অজগর উদ্ধারের পর বনে অবমুক্তঝিনাইগাতীতে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Post Views: ১৪৮ SHARES শেরপুর বিষয়: