শ্রীবরদীতে পুকুরে গোসল করতে নেমে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪ শেরপুরের শ্রীবরদীতে পুকুর গোসল করতে নেমে খোকন মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভায়াডাঙা মোল্লাপাড়া গ্রামে নিজেদের পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। খোকন ওই গ্রামের মৃত সেকান্দর আলী মেম্বারের ছেলে। মৃত খোকনের বড় ভাই ইউপি সদস্য বেলায়েত হোসেন লাভলু জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় খোকন। পরে আশপাশের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, পানিতে ডুবে মৃত্যুর কথা শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। Related posts:শেরপুরে ঘুঘুরাকান্দি ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণশেরপুরে কামারেরচর ইউনিয়নে শিশু, প্রতিবন্ধীসহ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণআজ ৬ ডিসেম্বর শ্রীবরদী মুক্ত দিবস Post Views: ২৩৩ SHARES শেরপুর বিষয়: