শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান মিজান (১৮) মৃত পোস্টমাস্টার কদম আলীর ছেলে। সে এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি থেকে তার আনতে গিয়ে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)। শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে আছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে। Related posts:নালিতাবাড়িতে ঘোড়া দিয়ে হাল চাষগারো পাহাড়ি সীমান্তে ভারতীয় চোরাই জিরা, চিনি, কসমেটিকসহ আটক ১ঝিনাইগাতীতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু Post Views: ১৪৯ SHARES শেরপুর বিষয়: