ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যা বলল পাকিস্তান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ গেল পয়লা অক্টোবর ইসরায়েলে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান। সেই প্রতিশোধ নিতে শুক্রবার রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। এ হামলায় ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র সাইট ও অন্যান্য সিস্টেম লক্ষ্যবস্তু করা হয়। এতে চার ইরানি সৈন্য নিহতেরও খবর পাওয়া গেছে। এ ঘটনায় তীব্র জানিয়েছে ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান। শনিবার দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইরানের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করছে পাকিস্তান। এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথকে নষ্ট করছে। এই হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেল। তার জন্য সম্পূর্ণরূপে দায়ী ইসরায়েল।’ পাকিস্তান আরও জানিয়েছে, ‘আমরা জাতিসংঘের কাছে আবেদন জানাব তারা যেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে এবং ইসরায়েলের বেপরোয়া ও অপরাধমূলক আচরণের অবসান ঘটাতে অবিলম্বে পদক্ষেপ নেয়।’ Related posts:ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধস, নিখোঁজ ১৯পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা, ২৩ সেনা নিহত৯/১১ হামলা: ঐক্যের ডাক জো বাইডেনের Post Views: ১১১ SHARES আন্তর্জাতিক বিষয়: