এ সুযোগ নষ্ট হলে পিছিয়ে যাবে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ জাতি গঠনে যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন ড. ইউনূস। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। সকালে এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমানবাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে বলে আশা করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিগত দিনগুলোতে জনগণ যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন তা পায়। দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে সঠিকভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি। Related posts:করোনাভাইরাস: বড় জমায়েত এড়িয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীরসারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা Post Views: ১৬০ SHARES জাতীয় বিষয়: