খুলনায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪ খুলনা নগরের খালিশপুরে আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর সোমবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্ন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। এছাড়া মামলায় ৭ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছায়েদুল হক শাহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আনছার ফারাজী, নশু ফারাজী, রিয়াজ, নাদিম ও জব্বার। মামলার এজাহার সূত্রে জানা গেছে, খালিশপুর হাউজিং স্ট্রেট এলাকার বাসিন্দা সাব্বির হোসেনের বড় ছেলে জাবেদের এলাকার কতিপয় দুষ্কৃতিকারীর সঙ্গে পূর্ব বিরোধ ছিল। ২০১৬ সালের ১৩ ডিসেম্বর তিনি বাসা থেকে চিত্রালী বাজারের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে বঙ্গবাসী মোড় জনৈক জাহাঙ্গীরের চালের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ করে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। আক্রমণের ঘটনা জানতে পেরে জাবেদের দুইভাই মো. সুমন ও জাহিদ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মামলার আমাসি আব্বাস আনছারি ও জব্বার জাবেদের ছোটভাই মো. সুমনকে জাপটে ধরে এবং সন্ত্রাসীরা তার মেজো ভাই জাহিদকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। পরবর্তীতে জাহিদ চিৎকার করতে থাকলে ঘটনাস্থলে এলাকাবাসী আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। Related posts:জামালপুরের মাদারগঞ্জে মাদকের আসামীসহ বিভিন্ন মামলায় আটক ১১বকশীগঞ্জে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ার শর্তে চেক ও ছাগল বিতরণনিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ : ময়মনসিংহে সিইসি Post Views: ১৩৮ SHARES সারা বাংলা বিষয়: