নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলো বিনামূল্যে বীজ ও সার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪ শেরপুরের নকলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ওই বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, উক্ত কার্যক্রমের আওতায় উপজেলায় ১৫৫ জন কৃষককে গম বীজ, ২৫০ জনকে ভূট্টা বীজ, ৩ হাজার জনকে সরিষা বীজ, ১০০ জনকে চিনাবাদাম বীজ, ৪০ জনকে শীতকালীন পেয়াজ বীজ, ৮০ জনকে মুগ বীজ এবং ৮০ জনকে মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। Related posts:ঝিনাইগাতীতে মাধ্যমে মাছ ধরার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংসশেরপুরে যুবতী ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার,পলাতক-১নকলায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ Post Views: ১৪১ SHARES শেরপুর বিষয়: