নকলায় চাকরি জাতীয়করণের দাবিতে নকলনবিশের কর্মবিরতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪ শেরপুরের নকলায় সাব-রেজিস্ট্রি (এসআর) অফিসের বৈষম্যের স্বীকার নকল নবিশদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নকল নবিশ এসোসিয়েশন। রবিবার (২৭ অক্টোবর) সকাল থেকে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। নকলনবিশরা বলেন, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারেনা। আমরা ২০ থেকে ৩০ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্ত আমরা কোন সরকারি বেতন ভাতা পাই না। মাত্র ৩৬টাকা পৃষ্ঠা মূল্যে আমরা দলিলের নকল লিখি। আমরা মাসে মাত্র কয়েক হাজার হাজার টাকা দলিল লিখে পাই। কিন্ত আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি। তারা আরো বলেন, বৃট্রিশ আমল থেকে নকলনবিশরা একই ভাবে চলে আসছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকুরী জাতীয়করণ করার দাবী জানাই। আমাদের দাবী আদায় না হলে লাগাতার কর্মবিরোধী পালন করা হবে। Related posts:শেরপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা'র যোগদানঝিনাইগাতীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) আনিসুর রহমানকে ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা Post Views: ১২০ SHARES শেরপুর বিষয়: