পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২৭ অক্টোবর) পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার। তিনি আরও বলেন, সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলিব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। Related posts:কোন নির্বাচন আগে নির্ভর করছে সরকারের ওপর : কমিশনার সানাউল্লাহজাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৩ পেলেন যারাদেশে মুসলিম জনগোষ্ঠী ৯১.০৪ শতাংশ, হিন্দু ৭.৯৫ শতাংশ Post Views: ১৮০ SHARES জাতীয় বিষয়: