ভারতে পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগ নেতা চন্দন গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪ বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে কৌশলে ভারতে ঢুকে পড়েন তার আরেক সঙ্গী রয়েল কোচ পরিবহনের মালিক সঞ্জয় কুমার কুণ্ডু। গ্রেফতার চন্দন কুমার পালকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফারুক মজুমদার। তিনি জানান, বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা হবে। এদিকে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভারতে প্রবেশকালে এ্যাডভোকেট চন্দন কুমার পালকে আটকের বিষয়টি তাকে অফিসিয়ালি জানানো হয়েছে। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে নিয়ে আসতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। Related posts:শেরপুরে সামাজিক সংগঠন মুক্তি সমাজের উদ্যোগে ইফতার বিতরণনালিতাবাড়ীতে অটোরিক্সা চাপায় শিশু নিহতনালিতাবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনামূলক সভা Post Views: ২১৭ SHARES শেরপুর বিষয়: