শেরপুরে বন্যার্তদের মাঝে র্যাব-১৪’র উদ্যোগে খাবার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪ শেরপুরে বন্যার্তদের মাঝে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। খাবার বিতরণ করেন র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক। ওইসময় তিনি বলেন, র্যাব শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। আটকে পড়া বন্যার্তদের উদ্ধার কার্যক্রমসহ তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। বন্যার্তদের যেকোন সমস্যায় আমরা তাদের পাশে আছি। একইসাথে যাদের পুনর্বাসন প্রয়োজন, তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত র্যাব কাজ করবে। খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়িতে সোহাগপুর বিধবাপল্লী গণহত্যা দিবস পালিতনকলায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতারশ্রীবরদী সীমান্তে হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন বিভাগের অনুদানের চেক বিতরণ Post Views: ১৫৯ SHARES শেরপুর বিষয়: