সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪ সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, ‘আটকের বিষয়টি সত্য। তাকে কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।’ হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। Related posts:শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করা ফ্লাইটে বোমা মেলেনিআজ দুবাই যাচ্ছেন প্রধানমন্ত্রীসুগন্ধায় লঞ্চে আগুন, মৃতদের জানাজায় মানুষের ঢল Post Views: ২০০ SHARES জাতীয় বিষয়: