১৫ আগস্টসহ বাতিল হচ্ছে আট জাতীয় দিবস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিল করা হচ্ছে। ১৬ অক্টোবর বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিগগিরই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। দিবসগুলো হলো- ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। Related posts:শেরপুরে আরও ৩ জন করোনায় আক্রান্তডিজিটাল নিরাপত্তাসহ কয়েকটি আইনে হেলেনার বিরুদ্ধে মামলাডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই Post Views: ১৩৩ SHARES জাতীয় বিষয়: