শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ৬ জনের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪ শেরপুরের শ্রীবরদীর ডেউফা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ নভেম্বর বুধবার ভোরে সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের গারো পাহাড়ের কর্ণঝোড়ার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। কারাদণ্ড পাওয়ারা হলেন কর্ণঝোড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আকবর আলী, কর্ণঝোড়া গ্রামের মুন্না মিয়ার ছেলে ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের আ. গনির ছেলে জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের আল আমিনের ছেলে রাজু মিয়া। এর মধ্যে আকবর আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৪০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের ৩ মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ‘বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।’ Related posts:শেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুবঝিনাইগাতীতে গজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কারের ভিত্তি প্রস্তর স্থাপননকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আম্বিয়া খাতুন Post Views: ১২৮ SHARES শেরপুর বিষয়: