জমজমের পানি পানে যে নতুন নির্দেশনা দিল সৌদি আরব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ পবিত্র কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজের মধ্যে শান্ত বোধ রাখতে হবে এবং এই পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। খবর গালফ নিউজের। আরও বলা হয়েছে, পবিত্র কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন। এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে এটি যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। এছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে অযু না করতেও অনুরোধ করা হয়েছে। আর পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভীড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্যও মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এদিকে ওমরাহ পালন করতে প্রতিদিনই মক্কায় ভিড় করেন হাজার হাজার মুসল্লি। ওমরাহ শেষে বেশিরভাগই মদিনার মসজিদে নববীতে যান। Related posts:গাজায় বর্বরতার প্রতিবাদে মরক্কোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেআগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে : ট্রাম্পআবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া Post Views: ১২০ SHARES আন্তর্জাতিক বিষয়: