নকলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪ সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া-এঁর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে জাল টাকাসহ গ্রেফতার ১রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন নালিতাবাড়ীর কৃতি সন্তান মোস্তাফিজুর রহমাননালিতাবাড়ীতে আভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ উদ্বোধন Post Views: ১১২ SHARES শেরপুর বিষয়: