নকলায় নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪ শেরপুরের নকলায় নদীর পানিতে গোসল করতে নেমে সুমাইয়া আক্তার (৯) নামে এক দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। ২৪ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃগী নদীতে ওই ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার এলাকার কালু মিয়ার কন্যা এবং রেহারচর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুমাইয়া আক্তার রবিবার দুপুরে বাড়ির পাশের মৃগী নদীতে গোসল করতে নামলে নদীর পানির স্রোতে ভেসে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে নদীর পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:পায়ে লিখে ঢাবির ভর্তিযুদ্ধে নেমেছে শেরপুরের সেই সুরাইয়াচট্টগ্রামের আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতদেশে গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসছেন : শেরপুরে মতিয়া চৌধুরী Post Views: ১৩৫ SHARES শেরপুর বিষয়: