নাকুগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক (২৫) নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১৫ নভেম্বর শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়। নিহত এরশাদুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে উলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে যায় এরশাদুল। সেখানে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এরশাদুল। এদিকে এরশাদুল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি করে। একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাশের ছবির মাধ্যমে এরশাদুলের বিষয়টি জানতে পারে তার পরিবার। পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ওই লাশ হস্তান্তর করা হয়। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নালিতাবাড়ী থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করলে পুলিশ বিকেলে নিহত এরশাদুলের ভাই রাকিবের কাছে লাশটি হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে শুক্রবার দুপুরে লাশ হস্তান্তর করা হয়। পরে বিকেলে নিহতের ভাইয়ের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। Related posts:নকলায় বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদানশ্রীবরদীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেল ২০ ভূমিহীন পরিবারঝিনাইগাতীতে সাড়ে ৩ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা Post Views: ১৭০ SHARES শেরপুর বিষয়: