নালিতাবাড়ীতে যৌথ অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১০ নভেম্বর রবিবার মধ্যরাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাঁও দক্ষিণ নদীরপাড় এলাকার মো. মুন্তাজ আলীর ছেলে মো. জুয়েল রানা (২৭) ও একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আয়নাল হোসেন (৫০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৩ বীরের মেজর তাওসীফ বিন হাসান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার দিবাগত রাত ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাও গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় মো. জুয়েল রানা ও মো. আয়নাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মো. জুয়েল রানার বসতঘরের ভিতরে খাটের নীচে তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে পাঁচটি পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, ওই ঘটনায় গ্রেফতারকৃতদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। Related posts:নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ২নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবাঝিনাইগাতীতে পাঁচ শতাধিক শীতার্ত মানুষ পেল কম্বল Post Views: ১৮২ SHARES শেরপুর বিষয়: