বন্ধ ঘোষণা করা হলো সোহরাওয়ার্দী কলেজ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার (২৪ নভেম্বর) কলেজটির অধ্যক্ষের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে বন্ধের নোটিশ উপেক্ষা করেই সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে কলেজ গেটে অবস্থান নিয়ে সোহরাওয়ার্দী ও কবি নজরুলসহ সাত কলেজের হাজারও শিক্ষার্থী ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে তাণ্ডব চালিয়েছে। এতে কলেজটির ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। জানা যায়, ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রবিবার ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় মোল্লা কলেজের নেতৃত্বে বেশকিছু কলেজের শিক্ষার্থীরা। হামলার সময় সোহরাওয়ার্দী কলেজের নিজস্ব গাড়ি, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারসহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল এবং আলমারি ভেঙে টাকা লুট করা হয় বলে জানায় কলেজ প্রশাসন। Related posts:রোহিঙ্গাদের জন্য ৭০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংকআইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিতএই শীত শীত ভাব থাকবে না! Post Views: ১৫৪ SHARES জাতীয় বিষয়: