বাংলাদেশ শিগগিরই বহুদলীয় গণতন্ত্রে ফিরবে, আশা যুক্তরাজ্যের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪ যুক্তরাজ্য মনে করে, বাংলাদেশ শিগগিরই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে। ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ রোববার এ আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী ওয়েস্ট বলেন, দেশকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শিগগির একটি রূপরেখা দেবে। ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য। ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। Related posts:চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ৭ মন্ত্রী-প্রতিমন্ত্রীসরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবেএসপি দেওয়ান লালন আহমেদ আর নেই, আইজিপির শোক Post Views: ১০০ SHARES জাতীয় বিষয়: