শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন শাহ শিবলী সাদিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে শাহ শিবলী সাদিক যোগদান করেছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের এই নবীন কর্মকর্তা যোগদান উপলক্ষে পুলিশ সুপারের অফিস কক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন চৌকস কর্মকর্তা ৩১ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে কর্মরত ছিলেন। Related posts:নকলায় জাতীয় ভোটার দিবসে র্যালি ও আলোচনা সভানালিতাবাড়ীতে আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে যুবক আটকনালিতাবাড়ীতে নদী থেকে সিএনজি উদ্ধার করেছে পুলিশ Post Views: ১০১ SHARES শেরপুর বিষয়: