শেরপুরে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ ৪ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ৯ নভেম্বর শনিবার রাতে শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষু ওই এলাকার হেজা মুন্সীর ছেলে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব ও সবুজ হত্যাসহ ৪ মামলার আসামি জাকারিয়া বিষুকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে বিনামূল্যে সিজার অপারেশননালিতাবাড়ীতে ভোজ্যতেল হিসেবে সরিষার তেলকে জনপ্রিয় করতে প্রশাসনের বিশেষ উদ্যোগশেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১৯৭ SHARES শেরপুর বিষয়: