শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় জেলায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডসমূহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. সুকল্প দাস, সওজ’র নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ছামিউল হকসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:লিফট নষ্ট: শেরপুরে হাসপাতালের সিঁড়ি বেয়ে অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ'কবরেও শান্তি নেই', নকলায় এক রাতে ৩ কঙ্কাল চুরি!নকলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে পা কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন Post Views: ১০৮ SHARES শেরপুর বিষয়: