শেরপুরে জেল পলাতক আসামি গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪ শেরপুর জেলা কারাগার থেকে পলাতক আসামি সাইফুল ইসলাম লিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আসামি সাইফুল ইসলাম লিটন শেরপুর জেলার শ্রীবরদীর সাতানি এলাকার হারুন অর রশীদের ছেলে। গতকাল শনিবার রাতে শ্রীবরদীর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব ১৪, সিপিসি-১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধনপূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতী ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটকে অভিযান শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর রাতে শ্রীবরদীর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে জেল পলাতক লিটনকে গ্রেপ্তার করে র্যাব-১৪। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, ধৃত হাজতী লিটন বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতী ও কয়েদীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুব্রহ্মপুত্র নদের ব্রিজের নিচে মিললো শিশুর লাশ, নিখোঁজ আরও ১ শিশুশেরপুরে চামচ প্রতীকের মেয়রপ্রার্থী আরিফ রেজার বিশাল মটরসাইকেল শোডাউন Post Views: ১৫৪ SHARES শেরপুর বিষয়: