শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ হত্যা মামলার আসামি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজশিক্ষার্থী সবুজ হত্যা মামলায় মোঃ সোহেল (৩৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের গরুহাটি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল সদর উপজেলার ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকার মো. কাজিমুদ্দিন শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের খরমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দুস্কৃতকারীরা গুলি চালালে কলেজশিক্ষার্থী সবুজ গুলিতে নিহত হয়। ওই ঘটনায় গত ১২ আগস্ট নিহতের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের গরুহাটি বাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি সোহেলকে গ্রেফতার করা হয়। র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাশেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের মাতৃবিয়োগ ॥ বিভিন্ন মহলের শোক প্রকাশটানা তৃতীয়বারের মতো শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি সোহেল রানা Post Views: ২০৬ SHARES শেরপুর বিষয়: