শেরপুরে হাসপাতাল তত্ত্বাবধায়কের প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের ৭২ ঘন্টার আল্টিমেটাম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪ শেরপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ২৫০ শয্যা শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে অপসারণের জন্য ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছে শেরপুর প্রেসক্লাব। ১২ নভেম্বর নভেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাবের প্যাডে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর একটি চিঠি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লেখা চিঠি সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর সোমবার দুপুরে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ঔষধ ক্রয়ের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হন সময় টিভির শেরপুরের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী। তারই প্রেক্ষিতে জেলা সকল সাংবাদিক বিক্ষুব্ধ হয়ে উঠে। এরই প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে আগামী ৭২ ঘন্টার মধ্যে শেরপুর থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জেলার সকল সাংবাদিক বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল স্বাক্ষরিত ওই চিঠি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের হাতে পৌঁছে দেয়া হয়। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শাহরিয়ার মিল্টন, মহিউদ্দিন সোহেল, মো. আলমগীর হোসেন, আবু হানিফ, রেজাউল করিম বকুল, বিপ্লব দে কেটু, মনিরুজ্জামান রিপন, শহিদুল ইসলাম হিরা, জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ, তারিকুল ইসলাম, বাবু চক্রবর্তীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে শেরপুর প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। Related posts:নকলায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনারনালিতাবাড়ীতে রচনা ও পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিতশ্রীবরদীতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার পলাতক আসামী গাজীপুর থেকে গ্রেফতার Post Views: ১২৬ SHARES শেরপুর বিষয়: