শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪ শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসাথে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক ও এডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৪ নভেম্বর সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানাগেছে। গতকাল ৩ নভেম্বর রাতে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সোমবার দুপুরে নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অনুমোদনের কপি প্রদান করেন। এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলে আসছিলো। Related posts:নালিতাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিতশেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিতনকলার ইউএনও হিসেবে জাহাঙ্গীর আলমকে পদায়ন Post Views: ১৯১ SHARES শেরপুর বিষয়: