আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আইন উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য সাতদিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে। এটি বন্ধ করতে হবে। আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, তারা হত্যার বিচার চায়। Related posts:এসডিজি প্রোগ্রেস সম্মাননা জনগণকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রীকর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে পরিণত করতে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতিরঅতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ১৪ প্রতিষ্ঠানের ২২ লাখ টাকা জরিমানা Post Views: ১২২ SHARES জাতীয় বিষয়: