নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪ শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম, উপজেলা জামায়াতে ইসলামীর সমন্বয়ক মুফতি খাদেমুল ইসলাম, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেওয়ান গোলাম মাসুম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। সভায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণনালিতাবাড়ীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনশেরপুরে প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Post Views: ১৩৫ SHARES শেরপুর বিষয়: