নালিতাবাড়ীতে ধানখেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীর রসাইতলা শিংমারী এলাকায় ধানখেত থেকে আবু বক্কর সিদ্দীক (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্শ্ববর্তী পলাশীয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ীর রসাইতলা শিংমারী এলাকায় একটি ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (সার্কেল নালিতাবাড়ী) দিদারুল আলম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। Related posts:শ্রীবরদীতে কর্মজীবনের ১ বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইউএনও নিলুফা আক্তারশ্রীবরদী থানা পরিদর্শন করলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেনশেরপুরে মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Post Views: ১৫৩ SHARES শেরপুর বিষয়: