নালিতাবাড়ীতে ফেনসিডিলের ব্যাগ ফেলে পালালো মাদক কারবারি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪ পেশাগত কাজে যাচ্ছিলেন দুই সংবাদকর্মী। একই পথে মোটরসাইকেল হাঁকিয়ে ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে চলছিলেন মাদক পাচারকারী। সাংবাদিক দেখে গতি বাড়িয়ে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই কারবারী। ব্যাগভর্তি ফেনসিডিলও ততক্ষণে ব্যাগ ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে। উপায়ান্তর না পেয়ে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল আর ৫০ বোতল ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় ওই কারবারী। ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় ওই ঘটনা ঘটে। জানা গেছে, দৈনিক সংগ্রাম পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি আল হেলাল ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি সারোয়ার হোসেন বিকেলে মোটরসাইকেলযোগে পেশাগত কাজে শহরের বাইরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিনগর বাইপাস এলাকায় তাদের দেখে মাদক পাচারকারী ব্যক্তি বেপরোয়া গতিতে তার মোটরসাইকেল চালানো শুরু করেন। ওইসময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়লে ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল রাস্তা ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত ওই মাদক কারবারী মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়। থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। Related posts:শেরপুরে পৌর নির্বাচন ॥ আ’লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মেয়র পদে ৮ জনের মনোনয়ন দাখিলফ্রান্সে মহানবী (সা.) কে কটাক্ষ করার প্রতিবাদে ঝিনাইগাতীতে তৌহিদী জনতার বিক্ষোভশেরপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই শ্রীবরদী থানার জুবায়েল খান Post Views: ১৫৬ SHARES শেরপুর বিষয়: