নালিতাবাড়ী মুক্ত দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪ ‘এসো মিলি লাল সবুজের পতাকায়’ এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ী মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ ডিসেম্বর শনিবার সকালে সেঁজুতি বিদ্যা নিকেতন ও একুশে পাঠচক্রের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে বিজয় শোভাযাত্রাটি সেঁজুতি বিদ্যানিকেতন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেঁজুতি অঙ্গনে শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য রাখেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মকবুল হোসেন, শিক্ষক এসএম হান্নান প্রমুখ। পরে সেঁজুতি বিদ্যানিকেতন অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। Related posts:শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র-নাগরিক মতবিনিময় অনুষ্ঠিতচাকরি রক্ষায় সীমাহীন ভোগান্তি সয়েই শেরপুর ছাড়ছে কর্মজীবী মানুষনকলায় ৪ দোকানে আগুন,সব মালামাল পুড়ে ছাই Post Views: ১৩২ SHARES শেরপুর বিষয়: