শেরপুরে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪ শেরপুরের সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকালে ওই গ্রামের একটি খেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত দেলোয়ার হোসেন (৩৮) হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা হাসমত আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শুক্রবার বেলা ১১টার দিকে এলাকাবাসী তাঁর লাশ শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী একটি খেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারের অভিযোগ, দেলোয়ারকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কাদের বিরুদ্ধে এই অভিযোগ সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ জানিয়েছেন, লাশের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দেলোয়ারকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। Related posts:অবশেষে শেরপুরের জেলা প্রশাসকের উদ্যোগে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় উদ্ভুত পরিস্থিতির অবসানশেরপুরে সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিতঝিনাইগাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Post Views: ১৪০ SHARES শেরপুর বিষয়: