শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন-২০২৪ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। সভায় বড়দিন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়। শেরপুর জেলার গির্জাসমূহের নিরাপত্তা জোরদার করাসহ বড়দিন উদযাপন কমিটির করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। সভায় জেলা খ্রিস্টান এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, জেলা এনএসআইয়ের উপপরিচালক মো. বশীর উদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা খ্রিস্টান এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে যুবদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণশেরপুরে ব্যবসায়ীর ৩৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১১৩ SHARES শেরপুর বিষয়: