শেরপুরে জেলা পুলিশের হিসাব শাখার অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্ন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪ শেরপুর জেলা পুলিশের হিসাব শাখার সার্বিক কার্যক্রম অর্ধ-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএম । তিনি ১৮ ডিসেম্বর বুধবার সকালে ওই পরিদর্শনে আসেন। ওইসময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরবর্তীতে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত জেলা পুলিশের হিসাব শাখার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার খতিয়ে দেখেন এবং করণীয় সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে সাক্ষর করেন। ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:সস্ত্রীক করোনা আক্রান্ত শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনঝিনাইগাতীতে ব্যক্তি উদ্যোগে অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদানশেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা Post Views: ৯৮ SHARES শেরপুর বিষয়: