শেরপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪ শেরপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে মানবন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োৃজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপিতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: লুৎফুল কবীর। ওইসময় জেলা প্রশাসন ও নারী সংগঠনের প্রতিনিধিগনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সালে নির্বাচিত জয়িতাদের সম্মাননা দেওয়া হয়। Related posts:শেরপুরে ৪৮ ঘন্টার মধ্যেই স্কুলছাত্র লাবন হত্যারহস্য উন্মোচন, হত্যায় জড়িত ৪ জন গ্রেফতারশেরপুরে হিজড়াদের লাশ দাফনে কবরস্থান নির্মাণের ঘোষণা দিলেন এসপিনালিতাবাড়ীতে ‘নেশাগ্রস্ত’ শ্যালকের হাতে ‘নেশাগ্রস্ত’ ভগ্নিপতি খুন Post Views: ১২০ SHARES শেরপুর বিষয়: