শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪ শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে, মালিক, চালক ও হেলপারদের নিয়ে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার সকালে শহরের অষ্টমীতলাস্থ আন্তঃজেলা পৌর বাস টার্মিনালে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। কর্মশালায় চালক ও হেলপারদের সবসময় সতর্ক থেকে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখাসহ ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য নিরুৎসাহিত করা হয়। এছাড়াও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। ওইসময় জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (যানবাহন ও শহর শাখা) কার্তিক চন্দ্র পাল, জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় কাজি কারাগারেঝিনাইগাতীতে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি চাঁনশেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Post Views: ৮২ SHARES শেরপুর বিষয়: