শেরপুরে প্রগতি লেখক সংঘের মাসিক সাহিত্য আলাপ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪ শেরপুরে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের নিয়মিত মাসিক আয়োজন ‘সাহিত্য আলাপ-১১’ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার শহরের নিউমার্কেট এলাকায় অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি, প্রাবন্ধিক-গবেষক ড. সুধাময় দাস। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মোহনা টিভি এবং কালেরকন্ঠের শ্রীবরদী উপজেলার প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম বকুল, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক মো। জাকারিয়া পিন্টুর প্রয়াণে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাহিত্য চর্চার ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মো আব্দুর রহিম বাদল, কবি রবিন পারভেজ, দেবদাস চন্দ বাবু, আব্দুল খালেক, এরশাদ আলী, বিপুল দাম হৃদয়, তরুণ চক্রবর্তী, হাসান রাকিব, মনিকা শকুন্তলা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সহ-সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী। পরে সংঘের সাংগঠনিক বিষয়াদি ছাড়াও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের ওপর মুক্ত আলোচনা ও কবিতা পাঠ করা হয়। শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দেবদাস চন্দ বাবু। অনুষ্ঠানে প্রগতি লেখক সংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:উপজেলা নির্বাচন উপলক্ষে শেরপুরে নির্বাচনকালীন দায়িত্ব পালন সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিতঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশশেরপুরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস Post Views: ১৫৩ SHARES শেরপুর বিষয়: