শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪ ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৫) বাস্তবায়নের জন্য বিভাগীয় দল গঠনের লক্ষ্যে শেরপুরে জেলা পর্যায়ে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর সরকারি কলেজ মাঠে ওই খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, মডেল গার্লস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়াবিদ জিন্নত আলী। প্রতিযোগিতায় প্রায় ৬৭ জন অনুর্ধ্ব-১৫ বছর বয়সের বালকরা অংশগ্রহণ করে। পরে এদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে ১০ জনকে বাছাই করা হয়। এই ১০ জন থেকে পরবর্তীতে বিভাগীয় দল গঠনে চূড়ান্ত বাছাই করা হবে। Related posts:ঝিনাইগাতীতে শিশু মেলা উদ্বোধনমহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে শেরপুরের কানাশাখোলায় বিক্ষোভ মিছিলনকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত Post Views: ১২১ SHARES শেরপুর বিষয়: