সাদপন্থীদের হামলায় ৪ মুসল্লী নিহতের প্রতিবাদে শেরপুরে তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ-মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪ গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি এবং সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বিকেলে শহরের থানা মোড় চত্বরে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, মুফতী খালিছুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা হযরত আলী, মাওলানা আহসান উল্লাহ, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু তালেব সাইফুদ্দিন, মাওলানা ইবরাহীম, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে যারা মুসলমানকে হত্যা করেছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে শেরপুরের সর্বস্তরের ওলামায়ে কেরাম, তৌহিদী জনতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। Related posts:শেরপুরে লকডাউন চলাকালীন সময়ে দোকানপাট চালুর বিষয়ে জেলা পুলিশের মতবিনিময় সভারাতে আধারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঝিনাইগাতীর ইউএনওশ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ১২৬ SHARES শেরপুর বিষয়: